দিগন্তে ডুবন্ত রবি অস্তমিত প্রায়!
আমিও মানুষ, ভুলের উর্দ্ধে নয়;
ভুল করেও বলিনি ফেরেস্তা আমি!
কখনো কোন দোষ ছোঁয়নি আমায়!


তবুও প্রশ্ন আমার, তোমাদের কাছে;
সবাই বলে যাও, যতটুকু জানা আছে,
কতটুকু ক্ষতি আমি করেছি সবার,
কতখানি লঙ্ঘন করেছি সীমার!


জীবনে যতটুকু হয়েছি নিপীড়িত
ততটুকু অপরাধ কি হয়েছে আমার?
আজন্ম প্রতিবাদী, করি না অস্বীকার;
তাই তো হয়েছি ঢের চক্রান্তের শিকার!


যা করেছি জীবনে, পাইনি প্রতিদান!
উপেক্ষা, অবহেলায় করেছি অভিমান!
মিথ্যে অভিযোগে করেছি কারাবাস!
প্রতারণার শিকারে হয়েছি জিন্দালাশ!


এখনো খুঁজে ফিরো আমার ত্রুটিগুলো
নানা অপবাদে করো আমায় জর্জরিত!
বিপদে-আপদে কেউই বাড়াওনি হাত
তবুও বলো আমি অমানিশা রাত!


ভালবাসা কাকে বলে, দেখিনি ধরাতলে
প্রয়োজনে কাছে টেনে করেছো ব্যবহার!
অসময়ে ছুঁড়ে দিলে ক্ষুধার্ত পৃথিবীতে
বিপদের বোঝা দিলে, বলে উপহার!


স্বপ্ন টুটে গেছে, বেদনায় ভরে আছে
অসহ্য কষ্ট আর যন্ত্রণা হৃদয়ে আমার!
ক্ষমা করো প্রিয়জন ফিরবো না আর;
বর্ণীল পৃথিবীটা হোক বাকি সবার।