আগুন দিলে সুখের বাড়ি
জ্বলবে তোমার জমিদারী,
প্রাণ পাখিটা উড়াল দিলে
জ্যান্ত রইবে না!
সুখের ঘরে আগুন দিও না।


ভাবো মানুষ গভীর ভাবে
দিন ফুরোলে কোথায় যাবে,
শেষ কথাটি বলার তো আর
সময় পাবে না!
সুখের ঘরে আগুন দিও না।


চুরিদারী খুন খারাবী
কেন কর কাহার লাগি?
সঙ্গী সাথী গাড়ি বাড়ি
সঙ্গে যাবে না!
সুখের ঘরে আগুন দিও না।


দেহের মাঝে দেহের বাসা
কি জমিদার কি বা চাষা,
এসে গেলে যমের গাড়ি
রেহাই পাবে না!
সুখের ঘরে আগুন দিও না।


মানুষ তুমি শ্রেষ্ঠ জাতি
মনের মাঝে জ্বালাও বাতি,
আঁধার ঘরে রইলে পড়ে
সুপথ পাবে না!
সুখের ঘরে আগুন দিও না।