ভোগের জগতে নেই প্রেম-ভালবাসা;
ত্যাগের মাঝেই বাঁচে জীবনের আশা।
নির্মল বিশ্বাস চলে সাহসের সাথে
সাগরের ঢেউ ভেঙ্গে উজানের পথে।
নিন্দিত বাসরে নেই স্থিরতার ঘ্রাণ,
সুরের আকাশে ভাসে সুখীদের প্রাণ।
সু্খের খোয়াব হাসে সহিষ্ণু হৃদয়ে,
প্রেম জাগে মনোমাঝে অশুচি বিদায়ে।


সত্যের অলিন্দে আসে প্রেমের বারতা
দ্বার খোলো মার্জিতা, দূর করে জড়তা,
স্বাগত জানাও তারে হৃদয় মন্দিরে
আলগা করো এবার কারার বন্দীরে।
আশ্বাসের ছায়া তলে গড়ো সুখনীড়,
আনন্দ মাখাও হৃদে, উঁচু করে শির।