সোনার ধানের সজীব শীষে
মাজরা পোকা বসলো চেপে
পাচ্ছি তারই ঘ্রাণ,


ফেৎনাবাজির এই জামানায়
সরল চাষীর সব আয়োজন
দিচ্ছে করে ম্লাণ!


ছড়িয়ে-ছিটিয়ে ছিল গাঁয়ে
এক সীমানায় মিশে গিয়ে
করছে নতুন প্লান,


পোকামাকড় মারার তরে
বিষ ছিটাবে কৃষক জোরে
থাকবে না তার প্রাণ।


সময় বেশি নেই রে আর
অনেক বেশি বাড়লে বাড়
পড়বে সুতোয় টান,


মাকড় যখন নিথর হবে
সরল সমাজ শান্তি পাবে
মিলবে খোদার দান।