আবর্তন আর বিবর্তনে তার কিবা আসে যায়!
যার চোখে সরিষাদানাসম লক্ষ-লক্ষ তারকায়!
ঝিরি ঝিরি তুষার কণায় ঢেকে যায় কত সৃষ্টি
প্লাবনে ডুবে কত লোকালয় একটু হলেই বৃষ্টি!
ব্যঙ্গ-বিদ্রুপ করছি তাঁকে, করি কত রসিকতা
যার ইশারায় মিষ্টি বাতাস, যে স্বয়ং অগ্নিদৃষ্টি।


মৃত্যুর কাছে পরাভূত যারা তারা করে বিদ্রোহ!
পারবে কি তুমি সৃষ্টি করতে একটি নগণ্য গ্রহ?
এক ফোটা নাপাক পানিতে তৈরী তোমার ভ্রুণ
তাই নিয়ে অহম করো, কিই বা তোমার গুণ!
বিবেক ছাড়া সবাই ভ্রষ্ট, তাই তো তারা পশু
সেই বিবেকেই ঋদ্ধ হইয়া ভাবো নিষ্পাপ শিশু!


কে দিয়েছে সেই সে বিবেক, কে করেছে পুষ্ট?
কোন্ সে সত্ত্বার অনুকম্পায় হয়েছো তুমি শিষ্ট?
কৃতঘ্নতার চিহ্ন রেখেছো, করে তারে অবিশ্বাস
অক্সিজেন বন্ধ করলে, উঠবে সবার নাভিশ্বাস!
আল্লাহ্তা’লার আইন ভাঙ্গিয়া করিতেছ বাহাদুরি
আসছে প্রলয়! ঠেকিয়ে তারে দেখাও জারিজুরি।