তোমার বিদ্রুপের জবাব আমার কাছে আছে
কিন্তু নিরবতাই উত্তম প্রতিদানের সহায়ক;
বিভক্তির দায় আমার নয়, নিস্ক্রিয়তাই শ্রেয়।
তিয়াত্তরকে চুয়াত্তর বানানোর কৃতিত্ব চাই না;
তার চেয়ে অক্ষম হয়ে ঘরে বসে থাকা ভাল,
জাহেলী যুগের বাহক নয়, নির্মল আকাশ চাই।
আলোর পুনঃবিচ্ছুরণের অপেক্ষায় সময় কাটাই;
আমার শঙ্কিত, ক্ষয়িষ্ণু হৃদয় জ্ঞানের আধার নয়,
তাই তো ভয়! পিচ্ছিল পথে যদি নিজেকে হারাই!
ক্ষণস্থায়ী সুখ; মরীচিকা! তাই খুঁজি পরশ পাথর;
অসম সমরে কষ্ট পাই! তবে মোটেই বিস্মিত নই।
সরল পথ মসৃণ নয়, উস্কানীর মুখে বিভ্রান্ত হয়!
বিবর্তনের ধারায় বার বার অবক্ষয়ের শিকার নয়,
বসে আছি স্রষ্টার আশীর্বাদ প্রাপ্ত ইমামের অপেক্ষায়।