বেশি খেলে মানুষের স্বাস্থ্যহানী ঘটে বটে,
তবে, ক্ষুধার জ্বালা শুধু ক্ষুধার্ত মানুষই বোঝে।
চাহিদার পিছে ছুটে মানুষ যেমন ঈমান হারা হয়,
প্রবৃত্তির ধোঁকায়  মানুষ তেমনি আঁধার গলি খোঁজে!
তাইতো শাস্ত্র দ্বীধাহীন চিত্তে বলে,
ভারসাম্যহীন সমাজ নরকের গাও ঘেঁষে চলে।