পর্ণ তারার স্বর্ণ জাহাজ ভোগ সাগরের ছন্দযান
যৌন সুখের স্বর্গ রচে হায়রে কেমন সংবিধান!
মূল ফটকের মক্ষীরানী নগ্ন পুরীর পথ দেখান
কল্পলোকের স্বপ্নসুধায় তৃষ্ণা মেটায়-জুড়ায় প্রাণ!


এই যদি হয় স্বর্গ রাজ্যের শান্তি সুখের অবস্থান,
এই যদি হয় সবুজ মাটির গোলাপ-জবার গান!
লক্ষ কোটি প্রাণের দানে গড়লো যারা বাসস্থান
তাদের ললাট পুড়লো রোদে, পঞ্চমীরা পুণ্যবান্!


শীতল ছায়ায় জীবন কাটায় ওরাই যেন স্বর্গরাজ;
ওদের হাতেই মোয়া-মুড়ি, ওদের হাতেই সর্বকাজ!
আমরা শুধুই স্বপন দেখেই হয়েই গেলাম স্বপ্নবাজ
ভাবটা যেন, তাদের বুঝি মানায় নারে সেনার সাজ!


চতুর্পাশের চাঁদ-সূরুযে, বলছে ওরাই দেশ মহান!
আমরা শুধুই বয়ে গেলাম স্বজন হারার দুঃখযান!
আর কতকাল গাইবি তোরা দিবানিশি যাত্রাগান
সুজন এলে শেকল দিয়ে বাঁধবে তোদের নষ্ট কান।