মহল্লার অনুজ সাংবাদিক আবুল হোসেন খোকন
উনিশ’শ চুরানব্বই সালে সালাম দিয়ে
হাতে ধরিয়ে দিল তার লিখা প্রথম গ্রন্থ,
“ঘাতকের পদতলে বসবাস।”


উৎসর্গ করেছে শহীদ জননী জাহানারা ইমামকে।
মুখবন্ধ লিখেছেন সাংবাদিক-অধ্যাপক শিবজিত নাগ।
কভারষ্টোরি লিখেছেন খ্যাতনামা সাংবাদিক,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা
বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক, শিল্পকলা একাডেমীর
সাবেক মহা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের  
সাবেক পরিচালক জনাব কামাল লোহানী।


ঝকঝকে তকতকে নতুনের মাতাল করা ঘ্রাণ!
কুশল বিনিময় শেষে বিদায় জানাতেই জানায়;
ভাই, আপনাকে তুলে ধরেছি অতি সযতনে
বইয়ের এগারো, বারো এবং ত্রিশ পৃষ্ঠায়।


বিস্ময়ে হয়ে গেলাম স্তম্ভিত-নিশ্চল!
এখনো স্মৃতির পাতায় ভেসে উঠলেই
দেখে আসি আরেকবার ঘুরে ঘুরে-
জলঙ্গী, কেচুয়াডাঙ্গা, মালদহ, শিলিগুড়ি পানিঘাটা,
কালিগঞ্জের তরঙ্গপুর। আবার জলঙ্গী হয়ে
ফিরে আসি অক্টোবরে আমার স্বপ্নের বাংলাদেশ।


এখন অবশ্য মাঝে মাঝে মনে হয়,
তিন নম্বর ভাইটার মত আমিও শহীদ হলে
হয়তো সেটাই হ’তো উত্তম।
সবার হৃদয়ে শ্রদ্ধেয় হয়ে রইতাম।
দেখতে হতো না আজকের বেহাল বিন্যাস!