ফাগুন মাসে শুকিয়ে গেলো ছোট্ট গাঙের কোল
মাছ শিকারে নামবে বাউত, বাজিয়ে গেল ঢোল,
ছড়িয়ে গেলো খুশির আমেজ, তৈরী হয় সবাই
মৌল স্বাদের গাঁয়ের জীবন, তার তুলনা নাই!


যার ঘরে যা ছিল মজুদ, পলো, কোঁচ বা জাল
সাফাই করলো ধুয়ে-মুছে, কোলে নামবে কাল,
মিছিল করে রওনা হ’লো, আবাল-বৃদ্ধের দল
গৈ-গেরামের মানুষ-জনের নামলো যেন ঢল!


নামলো জলে শতেক মানুষ, দেখার মানুষ ঢের
আল্লাহ্-রসুল বলে সবাই কোলে দিলো ঘের,
হায়রে সে যে কি আনন্দ! মিলবে না কোথাও
এক কাতারে শামিল হলো, পুত্র আর পিতাও!


খলবল করে কোলের জলে, বোয়াল-কাতল-রুই
জাপটে ধরে বুকের মাঝে, বলে কোথায় থুই,
শোল-টাকি আর মৃগেল-টেংরা করে লাফালাফি
শিং-মাগুরের কাঁটার চোটে, অশ্রু ঝরায় কাফি!


পলো চেপে উঠলো কেঁপে, সালাম গাজীর ভাই
পাইছি বুঝি বড় বায়েম, লেজে মারলো ঘাই!
আবার যখন হাত ঢুকালো, ধোরায় মারলো কোপ
ওঝার বাড়ি ধরলো হাঁটা, গিলবে না আর টোপ!