নির্জন রাতে, সেই যে বলেছিলে পুকুরের পাড়ে,
আজও সাক্ষী আছে ইথারের মাঝে,
গ্রহ, তারা, জোছনা ছিল সে রাতের সাথে।
আকাশে জেগে ছিল পূর্ণিমা চাঁদ,
জোনাকির ভালবাসা হয়েছিল সাথী;
গেয়েছিল ঝিঁ ঝিঁ পোকা মোহনীয় গান-
সুরে সুরে নেচেছিল খোলা আসমান!


ভুলে তুমি যেতে পারো, করবো না অভিমান;
ভালবেসে দিয়েছিলে আমাকে নির্বাসন!
আমিও শিখেছি দিতে স্বার্থ বিসর্জন।
তাই তো ক্ষোভ নেই, নেই মনে দুঃখ;
যতই হও না তুমি নির্মম, রুক্ষ!


তোমাকে স্মরণ করে নিসর্গ ভালবাসি নীরবে,
সাগরের ঢেউ এসে হৃদয়টা ছুঁয়ে যায়,
ছুঁয়ে যায় আলতো করে বেদনার ছন্দ;
রজনীগন্ধা এসে সারা গায়ে মেখে দেয় সুঘ্রাণ
সুখে থেকো প্রিয়তমা, তবেই শান্ত রবে প্রাণ।