দুরন্ত কৈশোরে পেয়েছি অনন্ত ভালবাসা,
জননীর আঁচল ছায়,
স্মৃতির জানালা খুলে তোমার চরণ দেখি,
সালাম করি মা তব পায়।


আকাশের উদারতা তোমার হৃদয়ে ছিল,
শুষে নিতে সব দায়,
তোমার ও মুখখানি আড়াল হয়েছে জানি,
বেলা তবু বয়ে যায়।


দুখের দিবসে তুমি দু’গালে দিয়েছো চুমি
টানিয়া তুলেছো ভাঙ্গা নায়,
উজানে বয়েছো তরী, সে কথা এখনও স্মরি,
ছেঁড়া পালে লাগেনি মা বায়।


সাহসে ছিলে না খাটো, নাও ছিল আঁটো-সাঁটো
মানোনি তবুও পরাজয়,
দুখের বোঝাটি নিতে, বাটোয়ারা করে দিতে,
সুখের সঙ্গে বরাভয়।


অনলে জ্বলেছো কত, ঝরিয়েছো ঘাম শত,
তবুও ছাড়োনি অভিপ্রায়,
অবশেষে গেলে ঝরে, জঠরের মালা ছেড়ে,
হারিয়ে গেলে মা কোথায়!