(৩১/১০/১৭ তারিখে আসরে লেখা কবি নাসিরউদ্দিন এর “যন্ত্রণা’ কবিতায় করা আমার মন্তব্যের কাব্যরূপ)


উদাসী মনটা আনমনা  হয়ে যায়!
ফিরে যায় ফেলে আসা স্বপ্নের ছায়ায়।
নীড় হারা ঝড়ের পাখি এক বুক যন্ত্রণা নিয়ে খুঁজে ফিরে শান্তির নীড়।
যেখানে শৈশব, কৈশরের স্মৃতি হাতছানি দেয়!
তারুণ্যের উচ্ছলতা, যৌবনের উদ্দীপনা হারিয়েছে তার জীবনের বর্ণিল সময়!
অবজ্ঞা-উপেক্ষার কাছে হেরে যায় মানবতা!
সম্পর্ক হয়ে যায় বিলাসিতা!
হৃদয়ে ঝড় তোলে ক্ষত-বিক্ষত করা প্রহসনের চাবুক!
দাদুরা মগ্ন তবু জীবনের সংগ্রামে,
আল্পনা এঁকে এঁকে দিগন্ত পানে ধায় গোধূলি বেলায়!
অবনী তো উন্মুক্ত তরী;
একেবারেই অস্থায়ী সবার বেলায়।
পান্থ এসেছে কাটাতে কিছুটা সময়।



কবিতাটি তাই কবি নাসিরউদ্দিনকে উৎসর্গ করলাম।