আমার বাড়ি স্বপ্নপুর
চাঁদের বাড়ি নয়তো দূর,
রোজ সকালে সূর্য এসে
পুব দুয়ারে ছড়ায় নুর।


পড়শি আমার যেন হুর
কন্ঠে তাহার মধুর সুর,
কেমন করে বলি তারে
তুমি আমার মন ময়ুর!


বাড়ির পাশেই তালপুকুর
পড়শি কাটায় ভর দুপুর,
শান্ত চোখে তাকিয়ে দেখে
ছন্দ তোলে তার নূপুর।


হৃদয় মাঝে উঠলো ঝড়
কর্ণে বাজে তারই স্বর,
ইচ্ছে করে বলি তারে
দু’জন মিলে বাঁধি ঘর।


মনের কথা রইল মনে
হয় না কথা তাহার সনে,
এক তিমিরে হারিয়ে গেল
কষ্ট দিয়ে বিধুর ক্ষণে!