আমার সমস্ত কষ্টটুকু ধারণ করে
আকাশটা হোক আরও নীল!
আমার অশ্রুর স্রোতধারা শুষে নিয়ে
সমুদ্র হোক মহাসাগর!


আমার কাম-ক্রোধ-আর কথার ফুলঝুড়ি
কেড়ে নিয়ে আরও সমৃদ্ধ হোক
মেঘ আর ফেনিল ঢেউয়ের গর্জন!
বিনিময়ে আমার হোক শান্তি অর্জন।


এবার আমার গভীরে এক বুক ভালবাসা দাও
হে সমস্ত সৃষ্টির বিধাতা,
আমি যেন নক্ষত্রের মত দ্যুতিময় হতে পারি!
স্নিগ্ধতা ছুঁয়ে যাবে মর্ত্যলোক!