উম্মতে মুহাম্মদীর উপর সিয়াম ফরজ হয়
দ্বিতীয় হিজরী সনের চন্দ্রমাস সাবান থেকে,
হাদিসের বর্ণনা, রোজাদারদের মুখের দর্গন্ধ
আল্লাহ্’র কাছে মেশকে আম্বরের মত সমৃদ্ধ।


রোজাদারগণ আল্লাহ্’র কাছে এতই প্রিয় যে,
আল্লাহ্ নিজের হাতে তাদের পুরস্কৃত করেন;
রমজান মাসে আসমানের দরজা খুলিয়া দেন
আর জাহান্নামের দরজা এ মাসে বন্ধ রাখেন।


আল্লাহ্ এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করেন;
ফেরেস্তা বলেন, কল্যাণের যাত্রী এগিয়ে যাও
আল্লাহ্’র বিশেষ রহমতে জাহান্নামী মুক্ত হয়
তাই পাপাচারীরা এই মাসে সবে সংযত হও।


সিয়াম নিয়ে আল্লাহ্তা’লা সূরাতুল বাকারার
১৮৩ আয়াত থেকে ১৮৫ আয়াতে বলেছেন,
এই মাসে যেজন মাত্র একটি রোজা করবেন,
তাকে দোযখ থেকে ৭০ বছর দূরে রাখবেন।


চলবে----