সিয়ামের বিধান প্রথম মানব, প্রথম নবী
হযরত আদম(আঃ)এর সময় থেকে শুরু
করে শেষ নবী(সাঃ)এর সময়কাল পর্যন্ত
সর্বকালেই মানব কল্যাণে আজও অনিবার্য।


মানব জমিনে এটাই আল্লাহ্’তালার বিধান।
তবে ধরণের মাঝেও ছিল কিছুটা তারতম্য;
সিয়ামের সাধনায় যেমন পুণ্য অর্জিত হয়-
তেমনই অর্জন করা যায় আল্লাহ্’র নৈকট্য।


ঈসা(আঃ)এর জন্মের পর সবার প্রশ্ন ছিল
তাঁর গর্ভধারিণী মা মরিয়ম(আঃ)এর প্রতি;
বলো মরিয়ম, কে এই নব জাতকের পিতা?
মরিয়াম(আঃ)বলেন, আমিতো সিয়াম ব্রতী।


আল্লাহ্তা’লার লক্ষ্যে মানতের সিয়াম করছি;
তাই আমি করবো না আলাপন কারো সঙ্গে,
আল্লাহ্তা’লা তাঁকে শিখিয়েছিলেন বলে দিতে
প্রমাণিত হয়, সিয়াম আগেও ছিল অবনীতে।


চলবে-----