কান পেতে শুনো সেই অশনি শঙ্কার বাণী;
পবিত্র গ্রন্থের সাথে সুর মিলিয়ে পশ্চিমা কন্ঠে
ভেসে আসছে ইথারে প্রস্তর বৃষ্টির কথা!


আসছে আরো শক্তিশালী হয়ে পুরোনো আপদ!
ঘরে ঘরে, জনজীবনে বাড়বে আরো বিপদ!
বাধা পড়ে যাবো পিশাচশক্তির কাছে সন্তর্পনে!


যার অবস্থান এখনো আমাদের ভাবনার আড়ালে;
গুটিকয় সত্ত্বার কাছে জিম্মি হবে সকলের আত্মা-
নিজেদের অজান্তে! অনাদি ভ্রান্তির বেড়াজালে!


শব্দহীন সঙ্কটে নিপতিত হবে বিশ্ব মানবতা!
অভিভাবকহীন হয়ে যাবো খেয়ালের বশে!
ইচ্ছার দাসত্ব ছেড়ে বেড়িয়ে আসতে হবে।

মুক্তির তরে এসো করি স্রষ্টার কাছে আত্মসমর্পন।
ইশারাই যথেষ্ট ভেবে সৃষ্টি হোক সদিচ্ছার প্লাবন।
বিকল্পহীন পরিসরে জাগ্রত হোক হৃদয়-মন।
এ ছাড়া আর কোন সুযোগ নেই ওপারে বাঁচার।