ইশারা-ইঙ্গিতে যে কথা ভেসে আসে,
সে কথা বলতে বড় দ্বিধা হয়!
অধীনের ভালোবাসা যুগান্তকারী!
গন্তব্যও ঠিক, কিন্তু গতিপথ জানা নেই!
পাথেয় কুড়িয়ে চলি নিশানায়,
পথ-পরিক্রমায় কত কিছু ঘটে যায়,
ছিল না যা কামনায়!
কখনো বা কারো ভাগ্য দেখি সুপ্রসন্ন,
কেউ কাঁদে বেদনায়!


এখানেই হয়েছে এ সভ্যতার পরাজয়!
বদলে গেছে জীবনের সংজ্ঞা আর অর্থ!
প্রভু হয়তো নীরবেই হাসেন দেখে অসহায়,
কারণ, আমরা চরম সীমা লঙ্ঘণকারী!
বিপদে-আপদে যাঁর কাছে আশ্রয় পাই,
তাঁকেই আবার কত অনায়াসে ভুলে যাই!
করি না কখনো তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ!
অতএব, কিছু শাস্তি তো হয়েছেই প্রাপ্য।