সবুজ বীথিতে সাজানো পৃথিবী
সৃষ্টির মহা বিস্ময়!
সাগর-পাহাড় পাশাপাশি দেখ
পেয়েছে কেমন আশ্রয়!
যতবার দেখি ভাবি আর বুঝি
মাথা নত হয় স্রষ্টায়!


আকাশে জ্বালানো অগণিত দীপ
নাবিক করে দিক নির্ণয়,
পাখির কন্ঠে মিশ্রিত মধুরাস্বাদ
পুলকিত হয় এই হৃদয়!
রহস্য যদিও রয়েছে মেশানো;
নত হই তাঁর করুণায়!


বিশালের মাঝে আমি কত ক্ষীণ
তবু করি কত জয়,
হাজারো বাধার বিপরীতে আমি
মানি না তো পরাজয়!
অবশেষে আমি জেনেছি-বুঝেছি
আল্লাহ্ থাকেন সহায়!


হে মহাবিশ্বের মহান প্রভূ তুমি;
আমিই গোলাম নিশ্চয়,
বিশ্বাসে আমার নেই কোন খাদ
করি শেষবিচারের ভয়;
জমিনকে করেছো বিছানা আমার
শেষে সুখ দিও দয়াময়।