আল-কোরআনের পাতায় রয়েছে আল্লাহ্’র নির্দেশ
“ঘাম শুকাবার আগেই কর মজদুরের পাওনা শোধ,”
ভোগের জগতে সে কথায় কারও নেই কোন মনযোগ
দর্শন ঘেঁটে বর্ষণ করে জ্ঞানী-গুণীজনে কত শত অভিমত।


শ্রমিকের ঘামে গড় ইমারত, আকাশ চুম্বি বাড়ি
তাদের শ্রমের বিনিময়ে পাও শেষ মডেলের গাড়ি,
বস্তিতে ওরা জীবন কাটায় গাদা-গাদি সারি সারি
একবেলা খেলে অন্য বেলায় চড়ে না চুলোয় হাঁড়ি!


খোদার কালামে আরও লেখা আছে পড়ে দেখ সব্বাই
“যেমন খাবার তোমরা খাইবে চাকরকে দাও তাই,
যেমন পোশাক তোমরা পড়িবে তেমনই তাদেরও চাই।”
মানবতন্ত্রে শ্রমিকের তরে চারিদিকে নাই নাই!


যেই দেশে নেই প্রভূর আইন সেখানেই এই হাল
তারপরও কেন আল্লাহ্ রসুলে বিদ্রুপ গালাগাল!
শ্রমিক-চাকর প্রতারিত হয়, তোমাদের বাড়ে মাল
শাসন-শোষণ চালু রাখিবারে তাদেরই বানাও ঢাল!


আর কত কাল চালাবে তোমরা তোমাদের সভ্যতা(!)
দিন যত যায় সবাই হারায় ন্যুনতম ভব্যতা!
এ ভাবেই যবে দেউলিয়া হবে, রবে শুধু নগ্নতা
আল্লাহ্’র পথে ফিরলেই তবে আসবেই নাব্যতা।