কোন কিছুর জন্মই উদ্দেশ্যহীন নয়;
স্রষ্টার অস্তিত্ব ইচ্ছে করলেই খুন করা যায় না।
যেমন করে হত্যা করা যায় না সত্যকে,
যদিও আমরা প্রতিদিন মিথ্যে দিয়ে
সত্যকে হত্যা করার দুর্বার চেষ্টা করে যাই!


শূন্যে হারিয়ে যাওয়া যায় না।
কারণ, মহা বিশ্বে শূন্যতা বলে কিছু নেই,
যেখানেই মনে হয় শূন্য, সেখানেই দেখি
স্রষ্টার অস্তিত্ব সগৌরবে সর্বদা বিরাজমান।
সৃষ্টির স্রষ্টাকে অস্বীকার করে কখনোই
মানবতার ফেরিওয়ালা হওয়া যায় না।


স্রষ্টার অস্তিত্বহীন সৃষ্টিজগৎ অকল্পনীয়;
ফানুসেরও কারিগর থাকে, কারণ সে সৃষ্টি,
সৃষ্টি মাত্রই স্রষ্টার অস্তিত্বের নিপুণ প্রকাশ।
আর স্রষ্টা তিনিই, যাকে সৃষ্টি করা যায় না;
যাকে সৃষ্টি করা যায়, সে তো স্রষ্টা নয়।
স্রষ্টাকে স্পর্শ করবে? তুমি কি তাঁর সমকক্ষ?
অন্তর্চোক্ষে দেখে অনুভব করো, ধন্য হবে হৃদয়।