খন্ডকালীন জীবন নিয়ে বড়াই করি অন্তহীন;
ভ্রান্ত নীতির ফাঁন্দে পড়ে সর্বদা রই অর্বাচীন!
ভোগবিলাসের মন্ত্রণা দেয় দুর্দম ওই শয়তানে-
সত্যবাণী শুনলে ওরা আর থাকে না ময়দানে!
মূর্খ যারা জালিম ওরা জুলুম করে নিত্যদিন!
ওরাই ভাবে অমর মোক্ষ, সুখেই বাজায় বীণ!
পন্ড করে ভন্ডশিয়াল, খেয়াল-খুশির ভ্রষ্টদাস,
জীবন ভরে জুলুম কোরে বাড়ায় শুধুই লাশ!


প্রভুর দন্ড কাকে বলে নেই যে তাহার জ্ঞান-
অভিশপ্তের উপাসক হয়ে করে থাকে গুপ্তধ্যান!
লোভটা যখন নেশার মত খামচে ধরে অন্তর
বোধ-বুদ্ধি হারিয়ে ফেলে জপতে থাকে মন্তর!
শ্রান্তিহীন উন্মাদরা স্বপ্নাবেশ কেড়ে নিতে চায়!
অথচ বোঝে না, সকলই হয় তাঁহার ইশারায়।