সাঁতার না জেনে প্রভূ
নেমেছি যে সাগরে,
জানি না কতটা জল
আছে এর গভীরে।


অবলা প্রাণীর মত
দেখি শুধু তাকিয়ে,
আশা নেই ভাষা নেই
কেনো রাখো বাঁচিয়ে!


মেলা বুঝি ভেঙ্গে গেল
বেলা বুঝি শেষ,
রজনী আসছে ধেয়ে
অনন্তের উন্মেষ!


সুভাষীর ভাষা শুনে
টুটে যায় তন্দ্রা,
জোয়ারের মত দেখি
চারিদিকে ছন্দা।


আকাশের নীলে দেখি
তারকার ঝিকিমিকি,
পাতালে বসে আমি
চেয়ে থাকি মেকি।