তারুণ্যের জয়লাভে নামে যদি
কারো চোখে অশ্রুর ঢল,
জনতার ঐক্য গড়বে ইতিহাস
যুগের পরখে হবে সফল।


নব জাগরণের প্রসব বেদনায়
চমকিত বুঝি নানা মহল,
প্রলিপ্ত তারা গড়ে তুলতে বাঁধ
তবে, টুটবেই উচ্ছল জল।


কি এক উন্মাদনায় জেগে উঠে
নবপ্রজন্ম শুদ্ধ চেতনায়,
ভাসিয়ে দিতে চায় সব অন্যায়
নবসৃষ্টির উত্তাল বন্যায়।  


জনতার আঙিনায় নেই উৎসব
স্বপ্নের মৃত্যু করে বিকল,
শান্তি সমাহিত ভূমণ্ডল ব্যাপিয়া
মুক্তির চেষ্টা হবে সবল।


দেখবে অবনী আবারো রশ্মি
যদিও আসন্ন বিকাল,
তবুও সান্ত্বনা, পরাজিত হবে
নরভুক্! হবেই নাকাল।