জটিলদের মনে দ্বন্দ্ব বেশি
অনেক বেশি যন্ত্রণা!
জ্ঞান বিষারদ ভাবে যেজন
শয়তানে দেয় মন্ত্রণা!


ভাবখানা তার এমন যেন
রহস্য তার সব জানা,
মাত্র দুই পাতা পড়ে ভাবে
প্রতিবাদে নেই মানা!


সৃষ্টি সুখের উল্লাসে তাই
স্রষ্টা ভাবে সৃষ্টিকেই!
বিধানদাতার অস্তি নিয়ে
হারিয়ে ফেলে খেই!


বিজ্ঞানী নয় এমন মানব
দম্ভ করে বিজ্ঞানের,
দেহাত্মবাদের ধূসর মাঠে
তথ্য দিল অজ্ঞানের!


খন্ডকালীন আয়ুষ্কাল নিয়ে
মাপতে থাকে স্রষ্টাকে!
অনন্তকাল জিন্দা যে জন
মূর্খ বলে সেই তাঁকে!


বিয়ে-সাদী, দাফন-কাফন
চলছে সবই তাঁর মতে,
তবুও নিন্দার প্লাবন যেন
জন্মেছিলো তার হাতে!


দাঁড়িয়ে আছে খাদের ধারে
ভাবছে তবু সেই সেরা!
কালজয়ীদের সংজ্ঞা লিখছে
স্বয়ং থেকে পাপ ঘেরা!


যমদূতকে যিনি নির্দেশ দেন
আমার মত নন বোকা,
হিসাব তিনি ঠিকই বোঝেন
আমরা শুধু খাই ধোঁকা!