দুষিত হয় যদি
তোমার জীবন,
বিষাদে ভরে যাবে
সারাটি ভুবন।


শৈশবে শুরু কর
নির্মল ভাবনা,
বিনয়ী রবে ভবে
অসৎ হবে না।


মানুষ মরে যায়
হয় না অমর,
সুনাম রয়ে যায়
মরণেরও পর।


সুনীতি নিয়ে চলো
ছোঁবে না মাদক,
বিদ্বেষী হয়ে কভু
হবে না ঘাতক।


প্রভূর কথা মেনো,
বিপথে যেও না,
ভুলেও বাবা মাকে
যাতনা দিও না।