বিড়ালের ভয়ে শাক দিয়ে মাছ ঢেকে
সত্য লুকানো সহজ নয়!
মজবুত করে গলে বাঁধতে পারলে ঘন্টি
তবে আর রবে না ভয়!


প্রসঙ্গ দ্রুত পাল্টালেই কি মেঘ কাটবে?
নিয়তি কি করে বদলাবে?
নিম্ন চাপের জন্ম হলেই বাতাসের বেগ
বেড়ে লন্ডভন্ড করে দিবে!


ক্রমান্বয়ে উত্তপ্ত হচ্ছে পিচঢালা রাজপথ!
বর্গীরাও সাজছে অন্য সাজ!
স্বীয় কাননে বসে দিচ্ছে শতরঞ্জির চাল-
নিজ বলয়ে নিতে চূর্ণ রাজ!


ভারসাম্যহীনের দ্বন্দ্ব-সংঘাতের বলি হয়
তৃণমূলের অগনিত অসহায়!
ক্লেশের অশনি সংকেত মনে করিয়ে দেয়
ঝড়ের তান্ডব নাচবে ধরায়!