তখনো স্বপ্নের করিডোরে দাঁড়িয়ে ছিলাম!
অথচ, শেষ পদচিহ্ন রেখে গিয়েছো বহুদূর!
তবু এখনো দাঁড়িয়ে আছি ছন্দের অপেক্ষায়।
কতদিন শুনিনি তোমার, নূপুরের চেনা সুর,


তবু ভালো থেকো পূর্ণচন্দ্রসম স্বচ্ছ আকাশে,
যেখানে নেই জমাট কালো মেঘ, নেই জ্বালা-
যেখানে হিমেল হাওয়ায় শীতল হয়  উষ্ণতা,
যেখানে প্রেমের হাট বসে সকাল-সন্ধ্যা বেলা।


আমাকে ভুলে যেও খসে পড়া তারকার মত,
অনাদরে ঝড়া বকুলের সুললিত ফুলের মত!
তবুও তুমি ভালো থেকো উচ্ছল ঝরনার মত।
সেখানেই বাঁচবে আমার ভালোবাসার অস্তিত্ব।