সুখের সঙ্গে আমার হলোনা মিলন
দুখের সাথেই হলো সন্ধি!
যা কিছু বলার, বলে যাও ইয়ার
নিজের মাঝেই আছি বন্দী!


সোনার চামচ মুখে আসিনি পৃথিবীতে
অবহেলা-অনাদরে কেটে গেল দিন,
কি করেছি কার তরে রাখেনি কেউ মনে
আমি কি শুধু একাই করেছি ঋণ!


আশা ছিল মেঘে ভেসে যাব নীলাকাশে
তারাদের সাথে হবে মিতালী,
অথচ অরণ্য মাঝে নই আমি নিরাপদ
এই বুঝি কিছু বলে বনমালী!


স্বয়ং জ্ঞানহীন বলে তোমাকেই করি স্মরণ
তুমি ছাড়া ধরণীতে কে আছে আমার,
আমাকে ভালবেসে বুকে যদি নাও টেনে
অভাব ফুরাবে,  চাইবো না কিছু আর।