হে আল্লাহ্!
তোমার ফয়সালা মেনে নিয়েই তো
নীরবে দারিদ্র হৃদয়ে ধারণ করেছি।
কিন্তু, করজোড়ে মিনতি করি প্রিয়,
তুমি আমায় উচ্ছিষ্টভোগী না করে
মা ও মাটির প্রতি অবিচল রেখো।


আমিও সবার মত স্বপ্ন দেখি সত্য;
তবে সব স্বপ্নের দ্বারা প্রভাবিত না
হবার আপ্রাণ চেষ্টা করি অবিরত।
কারণ আমি যে ভালবাসি তোমার
বিধান ও শেষ বিচারের রায় কে।


আমি মানি সামর্থের সীমাবদ্ধতাকে;
তাই তো মাড়াই না গন্ডির বাইরে,
দেখি, শুনি; কতকিছু এড়িয়ে চলি।
সত্যটাকে মানতে ভীষণ ইচ্ছে করে,
তাইতো প্রভুর প্রতি থাকি নত শিরে।