আমার হৃদয়ে যদি তোমার ছায়ার কণা পড়তো,
আমি ভুলে যেতাম চাকচিক্যময় মহা আয়োজন;
অবাধ্য হয়ে চলি নির্বোধের মত নষ্ট দুনিয়ায়!
তুমিতো জানো, কেউ আমায় নীরবে উস্কে দেয়,
যেন, তোমার বলয় থেকে অন্য কোথাও যাই!
জানি, তুমি উদারতম মহান সত্তা বিশ্ব চরাচরে,
তবু, দোষের ভারে হৃদয় কাঁপে পুষ্ট প্রলয় ভয়ে!
কালোর মাঝে আলো খুঁজি! সত্য থেকে পালাই!
মনের ভেতর বর্জ্য রেখে দ্বীনকেই ভাবি বালাই!
অযোগ্য হলেও শেষে, তোমার কাছেই ক্ষমা চাই।