আমি বেদুইন নই।
তবু মরুর খেজুরে পাই স্বর্গীয় স্বাদ।
আামি তো তোমার মত জমিদারি চাই না;
নগণ্য মুসাফির আমি, খুঁজে ফিরি সেই-
মানবতার ফেরিওয়ালার পদচিহ্ন;
খুঁজি তাঁর হৃদয়ের ঘ্রাণ, অমিয় শ্বাস।


বুঝি, তোমার পাঁজরে লাগে হাতুড়ির ঘা!
জানি, তোমার ভান্ডারে রক্ষিত আছে
অজস্র অশ্লীল শব্দ! যার করো নিত্য চাষ!
ইচ্ছে করলেই জর্জরিত করতে পারো
এ পান্থকে অর্বাচীন ভেবে যখন-তখন!


মানি, তোমার চেতনার ভান্ডারে তিনি
করেছিলেন পোক্ত হাতে কুঠারাঘাত!
তখন তুমি ছিলে পরাজিত-নির্বাক।
আজ, নিজেকে ভাবো বেশ পরিপুষ্ট;
তাই, শাণিত করো মুক্ত খঞ্জর!


আমি পথভোলা; তাই আজ বিচলিত!
তবে, ক্ষণিকের তরেও আশাহীন নই,
এখনো কল্যাণের পথে ওরা করে আহবান।
পথহারা বলে ছাড়ি হতাশার দীর্ঘশ্বাস!
তবে, এখনো লালন করি মুক্তির বিশ্বাস।