হে আল্লাহ্,
তোমার বরকতময় রজনীর কসম;
তুমি আমাদের মাঝে শান্তির সুবাতাস
আর বিশ্বাসের আশ্বাস ছড়িয়ে দাও।
তুমিই তো শক্তির আধার তাই-
তোমার সার্বভৌমত্বের কসম,
তোমার ইচ্ছার স্পর্শ তলে মুছে যাক
আমাদের বিভেদ, হিংসা, বিদ্বেষ।


আমরা তো প্লাবনে ভেসে
যাওয়া খড় কুটোর মত;
তাই তোমার ইজ্জতের কসম,
আমাদের রক্ষা কর অভিশপ্ত অবক্ষয়
আর ঈমানী দুর্বলতার প্রতিক্রিয়া থেকে।
আমরা আশ্রয় প্রার্থী তোমারই অসীম দয়ার;
তোমার করুণা থেকে করো না বঞ্চিত।


হে মহান ত্রাতা বিশ্ব বিধাতা;
তোমার মাঝে আমি হারিয়ে যেতে চাই,
ভোগের ভাগারে যেন ডুবে না যাই
মরণের পরে শুধু তোমাকে চাই।
লোভের জগতে এসে ভালবাসা
ভুলে গেছি, ভুলে গেছি বিনয়;
অযথা অভিযোগে দূরে সরে গেছি,
স্বজনের আচরণে সরলতা নাই!


হে মহান দাতা, ভাগ্যবিধাতা;
ভোগের লালসা নিয়ে ঘরে ঘরে জেগে থাকি
কামনার আগুনে জ্বলে ভস্ম হয়ে গেছি!
যে পথে নবী যেতেন, সে পথে ছিল কত শান্তি;
অবশেষে ভুল পথে ক্ষমতা লিপ্সা এসে
সুখের শিখরে নিয়ে অহমিকা দিয়ে গেছে,
এখন আদতে আমি স্বপ্নেরই দেশে আছি!
আমাকে ক্ষমা কর, সাথে করে নিয়ে চল,
যেখানে তুমি থাক অসীমের দেশে।


আমরা কতটা হতভাগা!
মিথ্যের প্রলেপ দিয়ে সত্যকে করে তুলি হাস্যকর!
দূর্নীতির কৃষ্ণ গহবরে ঠেলে দেই সুনীতির বীজ!
দম্ভের আবাদ করি ক্ষমতার আড়ালে বসি
অথচ ঠুনকো জীবন চলে তোমারই ইশারায়।


হে মহান দাতা;
তোমারই দয়ার দানে গড়ি যেন নতুন আবাস,
যেথা বেদনা পরাস্ত হবে তোমারই রহমতের ছায়ায়।