লক্ষী সোনা ভয় পেয়ো না
মেঘ ভাঙ্গা বাতাসে,
ঝড়-বৃষ্টির পরে আসে
রংধনু আকাশে।


ধানের শীষে ঢেউ খেলে যায়
পাগলা হাওয়ার বান,
শষ্য বোঝা মাথায় কিষান
গাইছে সুখের গান।


বাংলাদেশের সবুজ ঘাসে
শিশির হাসে কত,
পাখ-পাখালী কিচির মিচির
করছে অবিরত।


দুখের সাথে লড়াই করে
জিতবে সুনিশ্চয়,
রঙ বাহারি স্বপ্ন নিয়ে
বিশ্ব করবে জয়।


ছোট্ট একটু আশা নিয়ে
সবাই বেঁচে আছে,
তোমরা যদি পার দাদু,
বাঁচবে দুধে মাছে।


সেই আশাতে বুক বেঁধেছি
কদম বাড়াও উচ্ছাসে,
বিজয় নিয়ে ফিরবে ঘরে
বিশ্ব জয়ের উল্লাসে।