বৃক্ষ-লতাও করে শেকড়ের সন্ধান-
পশু-পাখি খোঁজে তার মাতৃক্রোড়:
অথচ মানব মন ভ্রান্তির বেড়াজালে
মৃত্যুহীন জীবন চেয়েও হয় অবসান!
কৌশুলী প্রশ্নগুলো চমক জাগালেও
ফিরে আসে অপ্রত্যাশিত নিরুত্তাপ!
হতাশার স্তর ভেদে উন্মাদনার ছাপ,
সমষ্টিকেই ভ্রান্ত স্বাদ দিতে চায়
ভাবে সবে তার মত বুদ্ধিমান নয়!
প্রশংসিত কে প্রশ্নবিদ্ধ করার তরে
অবিরাম-অবিরত চালিয়ে প্রয়াস
আপন সত্ত্বাকে কলুষিত করে যায়!
গবেষনাগারের বিষাক্ত বর্জ্য গুলো
চুয়ে চুয়ে ছড়িয়ে পরে সবুজ পাড়ায়,
মহামারী আতঙ্কে বাতাস চমক খায়।
প্রাপ্তির হিসেবটা শূন্যতার হাহাকারে
ছটফট করে মরে দহন যন্ত্রনায়!
তবুও মোহজালে আবদ্ধ মহোদয়
জমকালো অভিবাসনের স্বপ্নে ধায়,
তুচ্ছ তত্ত্ব বিলায় মনোরঞ্জন আশায়!