কুসুম কুসুম উষ্ণ যখন
প্রেমের শুরু ফেরি,
তিন মাঝিতে লগি মেরে
পৌঁছে দিল বাড়ি।


সূর্যাস্তের দৃশ্য দেখে
সাগর পাড়ে বসি,
মাঝ আকাশে দীপ্তি হারাও
পূর্ণ আলোর শশী।


উথাল-পাথাল স্মৃতির মাঝে
স্বপ্ন খোঁজ দিবা নিশি,
রসের ভান্ড ফুরিয়ে বল
প্রভূর দোষই বেশি!


সুখের নেশায় ছন্দ হারিয়ে
এখন লিখ পদ্য,
সুড়সুড়ি দাও অশ্লীলতায়
জীবন যখন গদ্য!


নিজের দোষে কপাল পুড়িয়ে
মিথ্যে দিয়ে সত্য ঢেকে
ফানুস হয়ে ঘুরছো ভুবন
দোষ টি দিবে কাকে?