কাদা মাটিতে গড়া এই মন;
যদি একটা ছাপ পড়ে যায়!
কখন কে বদলে যায়!
বদলাবে না,
হলপ করে কেউ কি বলতে পারে?
অকস্মাৎ বদলে গেল একজন মানুষ!
জাতীয় সম্পদ রক্ষার তরে
ব্যর্থ হয়েছিল কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশে।
ফলে সে বঞ্চিত হলো প্রাপ্য সম্মান থেকে!
উল্টো খেতাব পেল “নকশাল” বলে!
বলা হলো-
মশাল দিয়ে সে নাকি জ্বালিয়ে দেবে দেশ!
কিন্তু মৃত্যুর আগে সে বলে গেল-
“ইসলাম ছাড়া মুক্তির আর কোন পথ নেই”
তখন আরও একটি বিশেষ খেতাব পেল,
বলা হলো, সে নাকি “রাজাকার!”


দুঃখ নেই প্রিয়,
তুমি আছ আমার অন্তর জুড়ে
রেখেছি তোমাকে হৃদয়ের মাঝে।
যেমন পৃথিবী রাখে নিসর্গ,
যেমন জননী রাখে তার সন্তানকে
মায়া আর মমতার প্রতি ভাঁজে ভাঁজে।