কিছু কিছু মৃত্যু সময়কে ইতিহাস বানিয়ে যায়;
তাঁদেরই পদাঙ্ক ছুঁয়ে স্পর্ধিত কেউ মঞ্জিল খুঁজে পায়,
অবচেতন মনে কড়া নেড়ে নেড়ে স্বপ্ন ছড়িয়ে দেয়।
জীবনের গভীরে গভীর বিশ্বাসে সত্যের বীজ বুনে;
যেখানে হৃদয় সম্মোহনী আলোক বর্তিকা জন্ম নেয়।


সময়টা প্রলাপের নয়; শিয়রে গোধূলি মাদল বাজায়
মুক্তির প্রসব বেদনা মৃত্যুর যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়!
সাহসী কিশোরের রক্তাক্ত পিরানে জননী মুখ লুকায়;
নিশুতি ব্যাপী জায়নামাজে বসি এখনও অশ্রু ঝরায়!
হায় বিশ্বাস! সুপ্ত স্বপ্নগুলো গল্প হয়ে বাতাসে মিলায়!


আমি সময়ের কথা বলছি, আমি সত্যের কথা বলছি;
জীবন যখন খাদের কিনারে অবচেতনে নিশ্চিন্তে ঘুমায়!
তখনও কি তুমি নিজেকে নিজের মাঝে আড়াল করবে!
তখনও কি তুমি চেতানাবিনাশী হয়ে আত্মগোপন করবে!
অথচ তুমি তো জান, জবাবদিহিতা চুড়ান্ত সময়ে ধরবে।