ধেয়ে আসছে কুন্ডলী পাকানো ঘনীভূত মেঘের জোট!
দিগন্ত ঘেঁষে থাকা ক্ষয়িষ্ণু চাঁদ তবু এখনও আছে অটুট।
খুব দ্রুত লয়ে ঘটে চলে অবিস্মরণীয় ঘটনার চিত্রায়ন,
এক এক করে ঝরে পড়া ছিন্ন তসবির দানার মতন!


বিন্দু গ্রাসের মহোৎসবে বিশ্ব জোড়া চলে আয়োজন;
কোন সংশয়! তবে কি বৃহত্তর কোন শক্তির করে ভয়!
হতে পারে এটাই সেই অদৃশ্যমান প্রত্যাশিত সুপ্ত বাঁক,
যেথা দৃশ্যমান হবে সেই কাফেলার কাঙ্খিত বিশ্ব জয়।


জাগ্রত সত্ত্বা দেখে অপলক, নন্দিত সৃষ্টির নিন্দিত খেলা!
অহমিত চেতনারা করে প্রতিশ্রুত প্রলয়ের দিনমান হেলা!
শিহরিত সভাসদ অবিরত করে রব, করে সর্বদা প্রহসন,
অতঃপর বিস্মিত নয়নে দেখে মহা সত্যের পুনঃ উদ্বোধন!