লক্ষ্যহীন মানুষ দুঃখকে সঙ্গী করে
আলেয়ার পিছে পিছে আজাবের দুনিয়া খুঁজে বেড়ায়!
আমি হিমালয় দেখিনি, লোনাজলে কেটেছি সাঁতার;
বালুচরে দেখেছি কাঁকড়ার ভীড়!


পদরেখা ছুঁয়ে ছুঁয়ে গিয়েছি লোকালয়ে,
তবুও পাইনি খুঁজে আপন-আলয়!
যদিও ইমারতে কাটিয়ে দিয়েছি স্বপ্নহীন কিছুটা সময়!


কখনও শুনিনি কেউ ভালবেসেছে আমায়;
আমিও চাইনি কারো কাছে কখনো হৃদয়!