এ কেমন মানুষ বলো, মানুষের আঙিনায়!
যারা, মানুষের সম্ভ্রম নিয়ে উৎসবে মাতে!
ছিঁড়েখুঁড়ে খায় কত ভঙ্গীতে! খাদ্য ভেবে!
বিকৃত লালাসার শিকার বানায় স্বাচ্ছন্দ্যে!
কারও মরণ নিশ্চিত করে-অজস্র বুলেটে!
চ্যাংদোলা করে তুলে রিক্সাভ্যানে সহজে!
পেট্রোলে জ্বালিয়ে দেয়! কাঁপে না হৃদয়!
যেন তাদের লাশ কেউ, চিনতে না পারে!
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে ফাঁসি না দিয়ে!
হাত-পা ধরে! বুকে পা রেখে! করে খুন!
ফিনকি দিয়ে রক্ত বেড়িয়ে বসনে লাগে!
বিজয়ানন্দে! মাতোয়ারা হয় জিঘাংসায়!
এরাও কি আদম সন্তান? তাই মনে হয়?
তবুও কতজন এভাবেই পেতে চায় জয়!