অভিশপ্ত আত্মা দাম্ভিক আচরণে
কলুষিত সমাজের পরিধি বাড়ায়!
নিয়ম-শৃঙ্খলা নিয়ত ভেঙ্গে ভেঙ্গে
হিংসা-বিদ্বেষের বীজানু ছড়ায়!


জমিনে ছড়িয়ে আছে অসুস্থ মন!
প্রশান্তি কেড়ে নেয় শুধু অকারণ,
লাভের হিসেব কষে ধূর্ত অভাজন
ফলাফল জেনেও বাড়ায় বিভাজন!


অবনীর কিছু লোক, ধ্বংসেই ঝোঁক!
নীতির সমাধি রচে রাঙিয়ে দু’চোখ!
স্বপ্নের করিডোরে মৃত্যু ছড়িয়ে লুটে;
আনন্দে মাতে, উপহার দিয়ে শোক!


আপন ভুবনে নীরবে-নিঃশব্দে তাই
ক্লান্তিহীন অলস সময় কাটাতে চাই,
অনেকটা দেখে দেখে উষ্ণ পৃথিবী
বেদনায় নীলাদ্রি হয়ে অশ্রু ঝরাই!