ফোর টোয়েন্টির ফুটুং ফাটুং
দ্বন্দ্ব করে চাষ!
“ইলু” মিয়ার আঁধার ঘরে
আহার করে ঘাস!


ভীষণ গরম মেজাজ তাহার
খুব বলে বেফাঁস!
বাঁশের ঝাড়ে তালাশ করে
আঁক্কেওয়ালা বাঁশ!


হামবড়া ভাব নিত্য দিবস
পাপাচারীর দাস!
সবকথা নেয় নিজের ঘাড়ে
জিনিস বড় খাস!


আর কে আছে তাহার মত
সব বলে সাব্বাস!
নিজের সুবাস নিজেই ছড়ায়;
শতক নিয়ে পাস!


আপনাকে সে মোড়ল ভাবে
সাপের মত শ্বাস!
ঠাঁই-ঠিকানা নাইরে তাহার
মুগুর করে নাশ!