ক্রমেই পাল্টে যাচ্ছে অবনীর দৃশ্যপট!
মানবিক চেতনা পরিপন্থি নষ্ট চিত্রনাট্য
কে লিখে উস্কে দেয় পরিবেশ বিনষ্টে!
সামাজিক স্থিতি রক্ষার দায়িত্ব যাদের
তারা জানে, এতো সব নাটকের ভিড়ে
এখনো গুপ্ত আছে যে সত্য, সেটা কি?


ওপারের ইস্তাহার বেমালুম ভুলে যাই
ক্ষণিকের চাকচিক্যময় দুনিয়ার মোহে!
জীবনকে বড় বেশি ভালোবেসে ফেলি!
মিথ্যার অশিষ্ট রূপে শঙ্কিত এ সভ্যতা!
তবে সত্য আসবে বিশ্বকে দীপ্ত করতে।


কেউ কেউ চায়, বড় বড় তকমা পেতে,
কেউ বা আসে মর্ত্যে বলির পাঁঠা হতে!
বিশ্বাস কতটা পোক্ত, সে জানে আল্লাহ্।
রায় শোনাবেন তিনি, যার হাতে ক্ষমতা।


জয়-পরাজয়ের খেলা তো চলে নিরন্তর;
অনেকে পরাজিত হয়েও দেখে বার বার
আলেয়াকে পরাজিত করার সাহসী স্বপ্ন!
শপথ করে আলোর পথকে খুঁজে নেবার।