প্রমত্ত প্রতিযোগিতা চলে প্রাচুর্য বৃদ্ধির,
আধিপত্য বিস্তারের, নেতৃত্ব প্রতিষ্ঠার!
মেধাহীন অবাধ্যদের সন্ত্রাসে সৃষ্টি হয়
অস্থির চিত্ত বিকলাঙ্গ সমাজ ব্যবস্থার!


এ সমাজ অপ্রার্থিত, যা সভ্যদের নয়;
কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু লক্ষ্যে,
মানুষ ক্রমে হারিয়ে ফেলে ক্রয়ক্ষমতা
তবু সুশীল দাঁড়ায় না জনতার পক্ষে!


মানবতার অপমানে যাতনা বৃদ্ধি পায়
বৃদ্ধি পায় হানাহানী, থাকে না সম্মান!
তদুপরি সুযোগসন্ধানী মানে না বিধান!
তবুও হয় না জারি কেন্দ্রীয় ফরমান!


তবে কি ক্রিয়াশীল অনৈতিক সংযোগ?
এ যেন একটা হরিলুটের ঘৃণ্য গোয়াল!
কিন্তু, অসহায়গণ হয় কিংকর্তব্যবিমূঢ়!
অথচ, মহা হুঙ্কার দেয় রাঘব-বোয়াল!