ভালোবাসার প্রিয় মানুষগুলো যখন-
সত্য উচ্চারণের অপরাধে(!)বন্দী হন!
যখন দেশবিরোধীদের বুলেট বৃষ্টিতে তাঁদের
অমূল্য দেহের প্রতি ইঞ্চি ঝাঁঝরা হয়ে যায়!
যখন কোর্ট চত্বরে রক্তাক্ত হয়ে বিপর্যস্ত হন!
তখন, হৃদয়টা ছিড়ে-ফুঁড়ে ক্ষত-বিক্ষত হয়!
নিয়ত রক্তক্ষরণের প্রাবল্যে সম্বিৎ হারাই!
সত্য উচ্চারণ আজ কতটাই বিপজ্জনক!
যার বিনিময়মূল্য চুকাতে হয় রক্তের দামে!
মানবতা-মনুষ্যত্ব সব পেয়েছে যাদুঘরে ঠাঁই!
সব কিছুতেই চলে দরকষাকষি নির্লজ্জভাবে!
আন্দোলনও বিকিকিনি হয় আপনার স্বার্থে!
জনতার তকলিফ মূখ্য নয়! গৌণ বিষয়!
বিশ্ব ভ্রাতৃত্ব এখন শুধু কল্পনার বিভ্রম মাত্র!