একদিকে আলোর ফোয়ারায় দোল খায় বিগলিত প্রাণ;
অন্য প্রান্তে ছুটে চলে আনন্দ মিছিল-
গেয়ে যায় জীবনের জয়গান।


মোহনীয় স্বপ্নের অবারিত উচ্ছাসে হেসে উঠে নবীন প্রাণ;
স্বর্গাভিমুখে বয়ে চলা মসৃণ পথে চলে
নব প্রজন্মের বিজয়াভিযান।


মাঝখানে সবুজবীথির মহাসমারোহ পরিপাটি, সুসজ্জিত;
যেখানে ঢেউ খেলে অবিরত শীতল সমীরণ,
প্রেম-ভালোবাসা করে আহবান।


এক ফাঁকে আসবে ধেয়ে কুন্ডুলি পাকানো থমথমে মেঘ;
বজ্রপাতে ঝলসে যাবে সুখের আবাসন!
ছেয়ে যাবে চতুর্দিকে ধূম্রপ্লাবন!


সাজানো সব কিছু জ্বালিয়ে দিয়ে যাবে ভয়াল দাবানল!
সবশেষে পড়ে রবে এক পাশে গোরস্থান,
অন্য প্রান্তে রবে মহাশ্মশান!