অনাস্থার পারদ চড়ে গেলে উচ্চতায়
ইথারের ঢেউয়ে ঢেউয়ে আত্মার সংযোগ বেড়ে যায়;
অবিশ্বাস বাসা বাঁধে হৃদয়ের অন্ত:পুরে
সুনামীর মত করে ধেয়ে আসে জনপদে অবক্ষয়!


মমতার মায়া ডোরে সবুজের ছায়াতলে
কলমিলতার প্রেমে নিয়মের সুরে যারা গান গায়,
পল্লী মায়ের কোলে হিমেল হাওয়ায় দোলে
এমনও সরলমনা অনিয়মের উত্তাপে মিত্রের খোঁজে ধায়!


আলোক লতার মত গুজবের ডালপালা
মুখ থেকে মুখে মুখে তুফানের গতিবেগে ছড়িয়ে যায়;
কানে কানে ঘুরে গুঞ্জরনের শব্দমালা
সজ্ঞানে-অজ্ঞানে বাতাসে তাই সবে কান পেতে রয়!


ছোট ছোট বিচ্যুতি মিলে মিশে গড়ে তোলে
ক্ষমতায় বিভাজন, দৃষ্টির অগোচরে সৃষ্টি হয় জাগরণ;
প্রতিপক্ষ নানান ছলে, ইঞ্চি ইঞ্চি টলে,
জনতার ঢল ভাঙ্গে বাধার পাহাড় লয়ে মুক্তির পণ।