সৃষ্টির শুরু থেকেই স্রষ্টার বার্তা ছিল সুষ্পষ্ট;
প্রথম মানব থেকে শুরু হয়েছিল সেই সত্য প্রচার,
যে সত্য স্রষ্টাকে দিয়েছিল মহত্ব-একক শ্রেষ্ঠত্ব।
সে সব মহামানবদের ভাষায় তিনি ছিলেন অদ্বিতীয়,
যার বিস্তৃতির শেষ ধাপে ছিলেন মোহাম্মদ (সাঃ)।


আদম (আঃ) থেকে মোহাম্মদ (সাঃ) পর্যন্ত সবারই
লক্ষ্য ছিল স্রষ্টার একত্ববাদ মানুষের কাছে তুলে ধরা।
এতো দীর্ঘ সময়েও এই ধারাবাহিকতায় ঘটেনি ছেদ!
এটা কি বিশ্ববাসীর কাছে বিস্ময়কর বিষয় নয়?
সবাই কেন শুধুমাত্র তাওহীদের বাণীকেই বেছে নিয়ে
প্রচার করলেন, মহান আল্লাহতালা’র সত্যবাণী বলে!


সাদা আর কালোর মাঝে যেমন নেই কোন ধুসরতা,
তেমনি, সত্য-মিথ্যার মাঝেও থাকে না মিলনের সুর;
যেমন নেই, একত্ববাদ আর শিরকের মাঝে ঐক্যমত।
এ মহা বিশ্বের সৃষ্টির নিগূঢ় তত্ব আছে কার কাছে?
যার কাছে বিনা বাক্যব্যয়ে করা যায় শির অবনত!